সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্য আরো এক যুবক। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার আট্টাকী গ্রামের হেলিপ্যাড এলাকায়।

দুর্ঘটনায় আহত যুবক রাজু শেখ (২০) জানায়, সকালের দিকে একটি ধান মাড়াই মেশিনে কাজ করাতে সে ও তার সঙ্গী আলী হোসেন (২৫) বাগেরহাট জেলা সদরের খলশী গ্রাম থেকে ফকিরহাট বাজারে যায়। বেলা সাড়ে বারোটার দিকে মেশিনটি নিয়ে তারা বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে আট্টাকী হেলিপ্যাড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে ট্রলিমেশিনটি উল্টে পড়ে। এ সময় চাপা পড়ে আলী হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আঃ জলিলের পুত্র আলী হোসেনকে (২৫) বেলা একটার দিকে মৃত অবস্থায় চিকিৎসার উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন