বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুপুর দুইটায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ইতোমধ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তান দল ম্যাচের আগের দিনই ঘোষণা করেছিল ১২ জনের স্কোয়াড। সেখান থেকে বাদ পড়েছেন কেবল শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এই বোলারকে দেওয়া হয়েছে বিশ্রাম।

বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন