জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দু’দিন পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় আদালত লাইসেন্স বিহীন করাত কল পরিচালনা করার অপরাধে বাতিখালীর রেনুকা শেলীর করাত কলকে ২ হাজার টাকা এবং অনুন্নত পরিবেশে খাদ্য সরবরাহ করার অপরাধে সরলের শেখ মোক্তার হোসনের দোকানে ৫৩৯ টাকা জরিমানা করেন।
এ সময় সাথে ছিলেন, প্রসিকিউশন অফিসার ও বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক, এস,আই পলাশ।
খুলনা গেজেট/এমআর