খুলনার দিঘলিয়া উপজেলা আ’লীগের প্রাক্তন সভাপতি মোঃ মশিউর রহমানের নামাজে জানাযা বৃহস্পতিবার বেলা ১১ টায় সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে সেনহাটী বকসীবাড়ি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।
জানাযার পূর্বে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং উপজেলা আ’লীগের পক্ষ থেকে ফুলের স্থাবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাযায় দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, জেলা স্বেচ্ছাসেবকলীগের নব নির্বাচিত সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান রাসেল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এনএম