পাইকগাছার কপিলমুনিতে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন ও সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং এর অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় খাদ্যসামগ্রী উৎপাদন ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ঔষধের স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করে তা বাজারজাত করার অপরাধে মর্ডাণ বেকারীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ঔষধ ও ঔষধের স্যাম্পল ভোক্তা পর্যায়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হল ফার্মেসীর মালিককে একই আইনের ৪৫ ধারায় ৫ হাজার ও ৫১ ধারায় ৫ হাজার মোট ১০ হাজার টাকা, মের্সাস আপন ফার্মেসীকে ৫১ ধারায় ৫ হাজার ও মের্সাস মাজেদা মেডিকেল হল দোকান মালিককে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া কপিলমুনি কাকলী হোটেল মালিককে উক্ত বিষয়ে সতর্কবার্তা প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক ও এপিবিএন পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
খুলনা গেজেট/ এস আই/এমএম