রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাইকগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা থানার সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে ওসি মোঃ এজাজ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ও জোয়াদুর রসুল বাবু, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত।

পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরমের সাধারন সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই নিমাই কুন্ড, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ,  এম এ সাত্তার, রফিকুল ইসলাম, লুৎফর রহমান, মিনতী মিস্ত্রী প্রমুখ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন