খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে দিঘলিয়া সদর ইউপি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পৌঁছালে পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, পরিষদের সচিব, সিদ্ধান্ত শংকর ব্যানার্জি, নব নির্বাচিত সাধারণ এবং সংরক্ষিত সদস্যবৃন্দ, পরিষদের কর্মচারী, চৌকিদারবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
পরে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে পরিষদের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
খুলনা গেজেট/এএ