বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় ভেজাল সার ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা, প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভেজাল সার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় পাইকগাছা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মেসার্স তনুশ্রী ট্রেডার্স এর সত্বাধিকারী তন্ময় সাধুকে ভেজাল দস্তা সার বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় জব্দকৃত ১০ প্যাকেট ভেজাল দস্তা সার বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব পবিত্র কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, ইনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং পেশকার দিপংকর প্রসাদ মল্লিক প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন