জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতৃবধু, প্রয়াত শেখ আবু নাছেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবুর মা শেখ রাজিয়া নাছের’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ মাগরিব স্মরণ সভা ও দোয়া মাহফিল।
কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।
খুলনা গেজেট/এনএম