খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন।

৩২ বলে ৫টি চার আর দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন নিউজিল্যান্ড অধিনায়ক। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখছে কিউইরা।

১৬ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৬/২ রান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

ড্যারেল মিচেলের পর সাজঘরে ফিরলেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ১১.১ ওভারে ৭৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড। আডাম জাম্পার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন গাপটিল।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে একাই হাল ধরেছেন ড্যারেল মিচেল। তার অনবদ্য ৭২ রানের ইনিংসে ভর করে অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠে যায় নিউজিল্যান্ড।

কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরুতেই আউট হলেন এ তারকা ওপেনার। ৩.৫ ওভারে দলীয় ২৮ রানে আউট হন ড্যারেল মিচেল। তার আগে ৮ বলে এক ছক্কায় করেন ১১ রান।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি। ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচ আসরের শিরোপা জয়ী অস্ট্রেলিয়া ২০১০ সালে টি-টোয়োন্ট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মাতো ফাইনালে উঠেছে অজিরা।

অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল ২০১৫ ও সবশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরে যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে নিউজিল্যান্ড সেই অজিদের বিপক্ষে আরও একটি ফাইনালে খেলবে কিউইরা। অতীত হারের সেই ক্ষত কাটিয়ে এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সিপার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!