শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৬৮

আন্তর্জা‌তিক ডেস্ক

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এই দাঙ্গা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

খবরে বলা হয়, পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পায়।

শুক্রবারের দাঙ্গায় ২৫ জন আহত হয়েছেন। এ মাসের শুরুর দিকে একটি ছোট সশস্ত্র সংঘর্ষের তিন জন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছিল।

দেশটির কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দি নিহত হন। চলতি বছর এ পর্যন্ত দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির এভাবে সংঘর্ষে মৃত্যু হয়। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন