খুলনার কয়রায় মোটরসাইকেল পার্টসের দোকানে বিদ্যুৎ শর্ট-সার্কিটের ফলে আগুনে টায়ার টিউব ও অন্যান্য যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কয়রা বাজারের পুরাতন বাসস্ট্যান্ডের পাশে জনৈক আসাদুল সরদারের মোটরসাইকেল পার্টসের দোকানে এ আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
কয়রা থানার ডিউটি অফিসার এস আই রশিদ নিশ্চিত করে বলেন, কোন মানুষ হতাহত হয়নি। তবে দোকানের অনেক মালামাল পুড়ে গেছে।