করোনার কারনে এক বছর পর খুলনা–বরিশাল বিভাগের ২১ জেলার মেঘনা পেট্রোলিয়াম ডিলার সম্মেলন ও এওয়ার্ড বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় হোটেল ক্যাসেল সালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মেঘনা পেট্রোলিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ খালেদ ।
খুলনা জোনের সহকারী মহা ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যনেজার একেএম আখতার কামাল, খুলনা বিভাগের জ্বালানী তেল ডিলার মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল করিম কাবুল, মোড়ল আব্দুস সোবাহান, মীর জিয়াউদ্দিন প্রমুখ।
এই সময় ব্যবসায় সফলতার জন্য দশজন ডিলারকে সম্মাননা পদক প্রদান করা হয় । পদক প্রদান করেন মেঘনা পেট্রোলিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ খালেদ ।
ডিলারদের পক্ষ হতে দাবি করা হয়, আগে দুটি লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করতে পারতেন। কিন্তু এখন পেট্রোলিয়াম ব্যবসা করতে ৬টি সংস্থার লাইসেন্স করতে হয়। এর মধ্যে শুধু ফায়ার সার্ভিসের লাইসেন্স সংগ্রহ করতে এক লাখ টাকা অতিরিক্ত প্রদান করতে হয় । যেখানে সরকারী ফি মাত্র ৪ হাজার টাকা। একই সাথে জ্বালানী তেল মূল্য বৃদ্ধির জন্য বেশী মূলধন বিনিয়োগ করতে হচ্ছে, কিন্তু তাদের কমিশন বৃদ্ধি পায়নি। তাই কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়।
খুলনা গেজেট/এএ