রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে সাংবাদিক রোকনুজ্জামানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকের স্ত্রী ও তার ভাবী মারাত্মকভারে আহত হয়েছে। এ ঘটনায় মো: আরিফুজ্জামান লিটন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে ১৫ জনের এক দল নারী সদস্য ও ৮ জন পুরুষ সাংবাদিক রোকনের বাড়ি ঘিরে রাখে। ৫ জন মহিলা বাড়ির ভেতরে প্রবেশ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও ঘরের মধ্যে গিয়ে ভাংচুর করতে থাকে। এরপর ওই মহিলারা ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী জেসমিন আক্তার জুই বাঁধা দিলে তাকে মারপিট ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এ সময় তার বড় ভাইয়ের স্ত্রী ঝর্ণা বেগম বাঁধা দিতে গেলে তার ওপরও আক্রমণ করে তারা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সাংবাদিক রোকন বাদী হয়ে রূপসা থানায় আরিফুজ্জামান লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলার আসামী আরিফুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলার বিষয়ে দৈনিক পূর্বাঞ্চলের পশ্চিম রূপসা প্রতিনিধি রোকন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে হামলা করেছে আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ভাই লিটন ও তার সহযোগিরা। এ ঘটনায় তার স্ত্রী ও ভাবী আহত হয়েছেন। এ ব্যাপরে তিনি থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারেফ হোসেন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামি লিটনকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তরের প্রচেষ্টা চলছে।
খুলনা গেজেট/সাগর/এমএম