মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাগেরহাটে মুক্তিযুদ্ধ ভিত্তিক যাত্রাপালা একাত্তরের বিপ্লপ ও তটিনির কান্না প্রদর্শণ করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট শিল্পকলা একাডেমীর আয়োজনে এই যাত্রাপালা দুটি মঞ্চস্থ করা হয়। এক ঘন্টা ৪০ মিনিট দৈর্ঘের যাত্রা একাত্তরের বিপ্লবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলেন অভিনেতারা। সম দৈর্ঘের যাত্রা তটিনির কান্নায় হিন্দু-মুসলিম সম্প্রিতি ও মুক্তিযুদ্ধের কিছু স্মৃতির অবতারণা করেন অভিনেতারা। প্রতিটি যাত্রা পালায় পারুল আক্তার, মাখন লাল মন্ডল, গঙ্গা রানী মন্ডলসহ ২৫ জন করে অভিনেতা অভিনেত্রী অংশগ্রহন করেন। বাগেরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিনামূল্যে এই যাত্রা উপভোগ করেন।
বাগেরহাট জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাগেরহাটে মুক্তিযুদ্ধ ও হিন্দু-মুসলিম সম্প্রীতির বিষয়ে দুটি যাত্রাপালা প্রদর্শণ করা হয়েছে। দুটি নাটকে ২৫ জন করে অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক যাত্রা দুটি সবার ভাল লেগেছে। এ ধরণের আয়োজন গ্রামীন যাত্রাপালার বিকাশ সাধণে ভূমিকার রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে সহযোগিতা করবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএ