সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় মাছের পরিবর্তে হাতে উঠলো কুমির

মোংলা প্রতিনিধি

মোংলার মিঠাখালি ইউনিয়নের প্রত্যন্ত জনপদ দক্ষিণ সাহেবের মেঠ ইসুফের মোড় সংলগ্ন মাদুপাল্টা খাল থেকে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির হাতে ধরা পরে একটি কুমিরের বাচ্চা।

তরিকুল বলেন, দুপুরে মাছ ধরতে খালে নামার সময় আমার হাতে মাছের মতো কিছু একটা বাধে, মাছ ভেবে আমি শক্ত করে ধরে উপরে উঠিয়ে দেখি একটি কুমিরে বাচ্চা।

পরে কুমিরটিকে স্থানীয় খানজাহান বাজারে আনা হলে মূহুর্তেই উৎসুক জনতার ভীড় জমে ওঠে একনজর দেখার জন্য।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কুমিরটিকে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন