শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে মাগুরা সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭টিতে আওয়ামী লীগের প্রার্থী, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী বিজয়ী হয়েছেন। ১৩টি ইউনিয়নের মধ্যে অপর ৩টি ইউনিয়নে আগেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রঘোষিত বেসরকারি ফলাফল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের দেওয়া তথ্য মতে নির্বাচনে বিজয়ীরা হলেন- রাঘবদাইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম বাবুল ফকির, মঘিতে হাচনা হেনা, জগদলে সৈয়দ রফিকুল ইসলাম, গোপালগ্রামে অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন, চাউলিয়ায় হাফিজার রহমান, কছুন্দিতে আবুল কাশেম মোল্যা এবং আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস।
শত্রুজিৎপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মওলানা ওসমান গণি।
বেরইল পলিতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক রাজা ও কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী না থাকায় অপর তিন ইউনিয়ন- হাজরাপুরে কবির হোসেন, হাজিপুরে মোজাহারুল ইসলাম ও বগিয়ায় মীর রওনোক হোসেন আগেই চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত তিন চেয়ারম্যানই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
খুলনা গেজেট/ এস আই