খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ ইউনিয়নে অবাধ নিরপেক্ষ নির্বাচনে নৌকা প্রতিকের চরম ভরাডুবি হয়েছে। ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে জিতেছে নৌকার প্রার্থী। বাকি ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
উপজেলার ১৪ ইউনিয়নের বে-সরকারী ফলাফলে ১ নং ধামালিয়া ইউনিয়নে বিএনপির এম জহুরুল হক জয়ী হয়েছেন ।
২ নং রঘুনাথপুর ইউনিয়নে মনোজ কুমার বালা আনারস প্রতিকে ৬৫৪০ ভোট পেয়ে জয়ী ও নিকটতম গাজী আব্দুল হক ঘোড়া প্রতিকে ৪৬৩৫ ভোট পেয়েছেন ।
৩ নং রুদাঘরা ইউনিয়নে গাজী তৌহিদুর রহমান আনারস প্রতিকে ৭১১৮ ভোট পেয়ে জয়ী ও নিকটতম এম এম ইমরান হোসেন পেয়েছেন ৪৫২০ ভোট ।
৪ নং খর্নিয়া ইউনিয়নে বিএনপির শেখ দিদারুল হোসেন ঘোড়া প্রতিকে ৪৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম মেহেদী হাসান বিপ্লব ৩১৬৪ ভোট পেয়েছেন।
৫ নং আটলিয়া ইউনিয়নে বিএনপির হেলাল উদ্দিন আনারস প্রতিকে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের এ্যাড: প্রতাব রায় ।
৬ নং মাগুরখালী ইউনিয়নে রফিকুল ইসলাম হেলাল নৌকা প্রতিক জয়ী হয়েছেন ।
৭ নং শোভনা ইউনিয়নে সুরজ্ঞিত কুমার বৈদ্য মোটর সাইকেল প্রতিকে ৭৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের সরদার আব্দুল গনি ৬৫৪৬ ভোট পেয়েছেন ।
৮ নং শরাফপুর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম রবি স্বতন্ত্র চশমা প্রতিকে ৫০৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের ওবাইদুর রহমান ভোট পেয়েছেন ৪৪৩৯ ভোট পেয়েছেন ।
৯ নং সাহস ইউনিয়নে বিএনপির মোল্ল্যা মাহাবুর রহমান সতন্ত্র মোটর সাইকেল প্রতিকে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের শেখ আব্দুল কূদ্দুস ।
১০ নং ভান্ডারপাড়া ইউনিয়ননে গোপাল চন্দ্র দে মোটর সাইকেল প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের ডা: হিমাংশু বিশ্বাস ।
১১ নং ডুমুরিয়া সদর গাজী হুমাউন কবির বুলু চশমা প্রতিকে ৭১৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার পেয়েছেন ৬২৩৫ ভোট ।
১২ নং রংপুর ইউনিয়নে সমারেশ মন্ডল স্বতন্ত্র ঘোড়া প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের রাম প্রসাদ জোদ্দার ।
১৩ নং গুটুদিয়া ইউনিয়নে শেখ তুহিনুল ইসলাম স্বতন্ত্র ঢোল প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম মোস্তফা সরোয়ার চশমা ।
১৪ নং মাগুরখালী ইউনিয়নে নৌকা প্রতিকের বিমল কৃষ্ণ সানা ৫২০৫ ভোট পেয়ে জয়ী ও নিকটতম সুজিত মন্ডল ৪৪৬১ পেয়েছেন।
খুলনা গেজেট/ টি আই