দ্বিতীয় দফার নির্বাচনে বাগেরহাটের পাঁচ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটে গ্রহণ অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী হিটলার গোলদার ৮ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের নাসির সরদার পেয়েছেন ১ হাজার ৫৮৩ভোট।
অন্যদিকে বাগেরহাট সদর উপজেলার ৩টি এবং মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউপিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপিতে বেগ এমদাদ হোসেন, গোটাপাড়ায় শেখ সমশের আলী এবং মোল্লাহাট উপজেলার গাংনীতে শিকদার উজির আলী।
ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করেছি। মূলঘর ইউনিয়নে নৌকার প্রার্থী হিটলার গোলদার ৮ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নাসির সরদার পেয়েছেন ১ হাজার ৫৮৩ভোট। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে এদের শপথ অনুষ্ঠিত হবে।’
খুলনা গেজেট/ এস আই