বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলার আটরা গিলাতলা ইউপিতে নৌকার বিজয়

খানজাহান আলী প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে শেখ মনিরুল ইসলাম পুণরায় বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সাথে সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী খানজাহান আলী থানার যুগ্ম সম্পাদক শেখ মনিরুল ইসলাম ও খানজাহান আলী থানা আ’লীগের সদস্য(বহিষ্কৃত) শেখ জাহাঙ্গীর হোসেন মটরসাইকেল প্রতিক এবং এম ইকতিয়ার হোসেন মওলা আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে  শেখ মনিরুল ইসলাম এর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৩’শ ৪৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থানা আ’লীগের সদস্য(বহিষ্কৃত) শেখ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৮ হাজার ৪শ’ ৪১ ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে শেখ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । ইউনিয়নের সদস্য হিসেবে ১নং ওয়ার্ডের বখতিয়ার হোসেন, ২নং ওয়ার্ডে গোলাম জিলানী মুন, ৩নং ওয়ার্ডে মোঃ হাফিজুর রহমান শাফি, ৪নং ওয়ার্ডে মোঃ লিটন, ৫নং ওয়ার্ডে আলহাজ¦ হাফেজ গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ডে শেখ রাসেল, ৭নং ওয়ার্ডে শেখ আল আমিন, ৮নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন এবং ৯নং ওয়ার্ডে নবীরুল ইসলাম রাজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে (১,২,৩)নং ওয়ার্ডে রাজিয়া বেগম, (৪,৫,৬) নং ওয়ার্ডে মোসাঃ শাহানাজ পারভীন,(৭,৮,৯)নং ওয়ার্ডে মোসাঃ পায়রা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন