চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় নৌকার দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ৮ নং ওয়ার্ডের কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কুড়ুলগাছি গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিন হোসেন (২৪) ও একই এলাকার লালুর ছেলে শাকিল আহম্মেদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুড়ুলগাছি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাফি উদ্দীন টুটুলের দুই কর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করে। পরে কেন্দ্র থেকে প্রায় ৪০০ ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে স্থানীয়রা তাদেরকে ধরে ব্যালট পেপারসহ পুলিশের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থীর দুজন কর্মীকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার সময় আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের দুজনকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট হস্তান্তর করা হয়। তিনি ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহকে মুঠোফোনে কল দিলে তারা ফোন রিসিভ করেননি।