টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাবর আজমরা।
এরপর গ্রুপের অন্যতম আরেকটি শক্তিশালী দল নিউজিল্যান্ডকেও হারিয়ে দেয় পাকিস্তান। টানা দুই ম্যাচে জয় পাওয়া পাকিস্তানকে আর পেছনে ফিরে তাকাতে হয়েনি। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে হেসে-খেলেই জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।
বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের এই দলটিকে হারানো প্রায় অসম্ভব বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।
পিসিবি চেয়ারম্যান বলেন, পারফরম্যান্স এখনো পর্যন্ত অসাধারণ। আমাদের সমস্যা ছিল ধারাবাহিকতা। এক ম্যাচ জিতলে দুই ম্যাচ হেরে যাই। দুটি জিতলে তিনটি হেরে যাই। সেই অধারাবাহিক দলের তকমা সরিয়ে ফেলা, সেটিও বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে- এটা অনেক বড় সাফল্য দেখিয়েছে।
এক ভিডিও বার্তায় পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক এই তারকা ওপেনার আরও বলেন, বাবর আজমের জন্য বার্তা হলো- কোনো বাড়তি ভাবনার দরকার নেই। যেভাবে খেলা হচ্ছে, দারুণ এক কম্বিনেশন হয়েছে, সেটিই স্রেফ আরেকটু শানিত করতে হবে। যত বড় মঞ্চ, তত বড় সুযোগ নায়ক হওয়ার। যত বড় ম্যাচ, তত বড় সুযোগ দুনিয়াকে দেখিয়ে দেওয়ার যে, আমরা কত ভালো দল। নিজেকে এটা বলুন যে, ‘আমরা হারতে পারি না।’
তিনি আরও বলেন, আমি নিশ্চিত, দলে এই অনুভূতি জন্ম নিয়েছে যে, এই দলকে কেউ হারাতে পারবে না। আজ অস্ট্রেলিয়া, ফাইনালে নিউজিল্যান্ড দলকে ভয় না পেয়ে নিজেদের সেরাটা খেলতে হবে। আপনি বিশ্বমানের একজন, গ্রেট অধিনায়ক, গ্রেট ব্যাটসম্যান। নিজেকে বোঝাতে হবে যে, আপনি হারতেই পারেন না। ক্রিকেটার হিসেবে আমি বলছি, এই দলকে হারানো প্রায় অসম্ভব।