খুলনার কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদার বাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাইকগাছা উপজেলা থেকে ছেড়ে আসছিলো বাসটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।। দুর্ঘটনা কবলিত বাসের নাম্বার খুলনা- জ ০৫-০০৩৫।
স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন।
বাসের যাত্রী ঔষধ কোম্পানির প্রতিনিধি ইমন মোল্লা জানান, ড্রাইভার মোবাইলে কথা বলছিলো আর বেপোয়ারা গতিতে গাড়ি চালাচ্ছিলো। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসের ভিতরে থাকা তার দেড় লক্ষধিক টাকার ঔষধ নষ্ট হয়ে যায়।
কয়রা থানার ওসি মোঃ রবিউল হোসেন জানান, ঘটনাটি জেনেছি, তবে বিস্তারিত জেনে আপনাদের জানাছি।
খুলনা গেজেট/ এস আই