খুলনা মেডিকল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টার ও নুরনগরে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে গত ২৪ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন মোঃ কামাল হোসেন (৪০), লিমন (২৮), সেবা রানী (৬৫), আঃ জব্বার হাওলাদার (৫০)।
খুলনা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ও ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডাঃ মিজানুর রহমান বলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাসিন্দা মোঃ সোবাহান এর পুত্র মোঃ কামাল হোসেনকে করোনা উপসর্গ নিয়ে গত ২৩ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় তার মৃত্যু হয়। সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা সেবা রানী (৬৫) কে করোনা উপসর্গ নিয়ে ২২ আগস্ট বিকাল ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট রাত ৮টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে নুরনগরে করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২ করোনা রোগীর। হাসপাতালের সমন্বয়কারী ডাঃ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ জানান, বাগেরহাট সদর এলাকার বাসিন্দা হাসেম হাওলাদার এর পুত্র আঃ জব্বার হাওলাদার (৫০) করোনা আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট থেকে করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট রাত পৌনে ১২টায় তার মৃুত্য হয়। গোপালগঞ্জ এর কাশিয়ানি উপজেলার বাসিন্দা আবুল কালাম আযাদ এর ছেলে লিমন (২৮) করোনা আক্রান্ত হয়ে গত ২৩ আগস্ট দুপুরে ভর্তি হন করোনা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/ এমবিএইচ

