বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সরদার (৭৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুক্তিযোদ্ধার পুত্র রকিবুল ইসলাম পিন্টু জানায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তিনি মারা যান। রাতে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, আবুল কালাম মহিউদ্দিনসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন