খুলনায় যুবায়ের নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের পিতা ও তার পরিবারের আরও দু’জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) খুলনা মহানগরীর হোগলাডাঙ্গা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক জানান, নিহত যুবায়ের ও তার পরিবারের সদস্যরা সোমবার সকালে একটি প্রাইভেট গাড়িযোগে ডুমুরিয়া থেকে গোপালগঞ্জ বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তারা খুলনার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যুবায়ের মারা যান। এ সময় তার পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।
খুলনা গেজেট/এমএম