ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর খুলনা ড্রামট্রাক এসোসিয়েশনের উদ্যোগে আজ রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জিরোপয়েন্টে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোঃ আবু হুরায়রা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহব্বত শেখ, মোঃ লাভলু ইসলাম, গৌতম ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শেখ, প্রচার সম্পাদক বাবুল রহমান শেখ, এরিয়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, মাহফুজুর রহমান মামুন, আশিকুর রহমান আশিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস কে এম মিন্টু, মাহাবুবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জি এম রায়হান, দপ্তর সম্পাদক মোঃ ইকরাম শেখ, যুগ্ম দপ্তর মোঃ শাহিন মাহমুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহাদেব অধিকারী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, মোঃ মহিউদ্দিন, আব্দুল্লাহ বাপ্পি, কাজী রুবেল ও মোঃ মুন্না শেখ।
প্রতিবাদ সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম বলেন, করোনার সময় বিশে্বর অনেক দেশ তেলের দাম কমালেও আমাদের দেশ তা কমায়নি। অতিমারির পর একলাফে ১৫ টাকা বৃদ্ধি মানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’এর সমান। তিনি ড্রামট্রাকে পণ্য পরিবহনের জন্য ভাড়াবৃদ্ধিসহ তেলের পূর্বমূল্য বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্র: খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই