খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নড়াইলের চিত্রা নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো ‘শেখ রাসেল ১৮ তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২১’। প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত পুরুষ বিভাগে সেনা বাহিনী, নৌ বাহিনী, আনসার বাহিনী ও স্বাগতিক নড়াইল জেলার ১ জন প্রতিযোগিসহ পুরুষ বিভাগে ৭ জন ও নারী বিভাগে ৭ জন মোট ১৪ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ -প্রথম স্থান ও নৌবাহিনীর পলাশ চৌধুরী –দ্বিতীয় স্থান এবং নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার প্রথম স্থান এবং সেনাবাহিনীর মুক্তি খাতুন দ্বিতীয় স্থান লাভ করে।

বেলা ২ টায় সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সাইফ পাওয়ার টেক লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা ঘাট এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। রতডাঙ্গা ঘাট থেকে শুরু হয়ে নড়াইলের রুপগঞ্জ বাধাঁঘাট (১০ কিলোমিটার) এসে শেষ হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে প্রতিযোগীতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, নৌবাহিনীর পলাশ চৌধুরী, মোঃ কাজল মিয়া , আনসারের মোঃ আশিক শেখ ও আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়ার মোঃ আশিকুল ইসলাম এবং মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মোছাঃ মুক্তি খাতুন, লাবনী আক্তার, নৌ বাহিনীর সোনিয়া আক্তার, মোছাঃ সুরাইয়া আক্তার, আনসারের মুক্তা খাতুন এবং আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়ার সুমাইয়া আক্তার। এছাড়াও স্বাগতিক নড়াইল জেলার পুরুষ বিভাগে মোঃ রবিউল আউয়াল এবং মহিলা বিভাগে মোছাঃ সুমি খাতুন অংশগ্রহণ করে।

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!