নড়াইলে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা ভুট্টা ,মুসুর,খেসারী ও চিনা বাদাম ফলন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃিষ প্রনোদনা কর্মসুচির আওতায় জন্য নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক ৪,২৭০ জন কৃষক ও কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরন করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
কার্যক্রমের আওতায় গম চাষী, সরিষা চাষি , ভুট্টা চাষী, মুসুর ডাল চাষী, খেসারী ডাল চাষী এবং চিনা বাদাম চাষীর মাঝে বীজ, ডিএপি সার ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এএ