সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর সীমান্তের বন্যতলায় নৌকায় সন্তান জন্মদেয়া সেই নারী ও তার পরিবারকে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হয়েছে৷ সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের নিয়ে শুক্রবার (৫ নভেম্বর) বিকালে তাকে ৫ হাজার টাকা নগদ ও বেশকিছু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য পৌঁছে দেন।
এসময় নৌকায় ওই নারীর স্বামীও ছিলেন। তবে জানান যায় তিনি তার অন্যস্ত্রীর কাছেই বেশিরভাগ সময় থাকেন।
ঘুর্ণিঝড় ইয়াসের পর খোলপেটুয়ার বাঁধ ভেঙে গত ৫ মাস ধরে বাড়িঘর প্লাবিত হয়ে উদ্বাস্ত প্রতাপনগরের অসংখ্য পরিবার। এইপরিবারটিও নদীতে বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছে নৌকায়। সেখানেই জন্ম দেয় সন্তান। তবে স্থানীয়রা বলছেন এখনো বাঁধ মেরামত না হওয়ায় সামনে এর থেকে আরো অমানবিক ঘটনা যদি ঘটে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।