ডিজেল, কেরোসিন, ভোজ্য তেল ও গ্যাসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। শুধু তাই নয়, দফায় দফায় বেড়েছে গ্যাস, বিদ্যুৎ পানির দামও। টিসিবি’র পণ্যের দাম হঠাৎ বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ডিজেল, কেরোসিন, ভোজ্য তেল ও গ্যাসের দাম কমানোর দাবি জানান নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও জামাল উদ্দিন মোড়ল, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভূট্রো, নির্বাহী সদস্য শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই