শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হিরো আলমের ছবিতে গাইবেন রানু মন্ডল

বিনোদন ডেস্ক

হিরো আলমের ছবিতে এবার গান করবেন কলকাতার সেই ভাইরাল হওয়া রানু মারিয়া মণ্ডল। এ নিয়ে বৃহস্পতিবার রানু মণ্ডলের সঙ্গে একটি ভিডিও কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

হিরো আলমের নিজেরই প্রযোজনা করা এ ছবির শুটিং শুরু হবে আগামী ২০ নভেম্বর। তার দুইটি ছবিতে গান করবেন ভারতের রানা ঘাট স্টেশন থেকে ভাইরাল হওয়া রানু।

এ বিষয়ে হিরো আলম জানান, রানু মণ্ডলের সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছে। তার করা ছবিতে ২টি গান গাইবেন রানু। দর্শক গানগুলো গ্রহণ করবে বলে আশা করেন তিনি।

এর আগে বলিউডের ছবিতেও প্লেব্যাক সিঙ্গার হিসাবে কাজ করার সুযোগ পান রানু মণ্ডল। সেখানে হিমেশ রেশমিয়ার সংগীত পরিচালনায় গান করেন তিনি। তার পর থেকেই দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন