খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার
  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

খুলনায় ১৫ মামলার আসামী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় একাধিক মামলার আসামীকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

জানা যায়, ৩ ন‌ভেম্বর সন্ধ‌্যা ৭টার দি‌কে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,  কেএমপি, খুলনার লবণচরা থানাধীন পুটিমারি বাজার এর শ্মশান ঘাটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদের ভিত্তিতে হয়ে ঘটনার সত্যতা যাচাই ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আশরাফুল আলম (৫৫), পিতা-মৃত আব্দুল মান্নান হাওলাদার, মাতা-মৃত সাহেরা বেগম, সাং-তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা’কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত থে‌কে একাটি বিদেশী পিস্তল, একাটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ও নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, ধৃত আসামী আসন্ন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশী/বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জন সাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের  মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে র‌্যাব-৬, এর গোয়েন্দা তথ্য প্রাপ্ত হয়। পরবর্তীতে খোঁজখবর নেয়া সাপেক্ষে তার বিরুদ্ধে অদ্যাবধি সর্বমোট ১৫ (পনের) টি চুরি, মারামারি, চাঁদাবাজিসহ অস্ত্র মামলার তথ্য পাওয়া যায়। এ সকল মামলাগুলি বিচারাধীন রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!