বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা পারভীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৪০৯, আর মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এস. এম বদরুল হুদা হিরু পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট। নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া।
চেয়ারম্যান পদে মোট ৪ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছোট খাটো দু’একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে বলে রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে। ভোট কেন্দ্র গোলযোগ সৃষ্টির অপরাধে মিজানুর রহমান ও তার পুত্র তরিকুল ইসলাম তুফানকে আটক করা হয়।
আরও পড়ুনঃ রামপালে ইউপি নির্বাচন : পুলিশের সাথে তর্ক করায় বাবা-ছেলে আটক
আরও পড়ুনঃ রামপালে ভোট কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ
মোংলা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, আটক ব্যক্তিদের বিষয়ে উর্ধতন কর্মকর্তা বরাবর জানানো হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টি আই