বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। বাছাই পর্বে দুটি ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে জয়শূন্য টাইগাররা। নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত। আশা যা একটু আছে কাগজে-কলমে। অনেক ‘যদি-কিন্তু’র হিসাব মিললে তবেই অসাধ্য সাধন হতে পারে টাইগারদের।

তবে তার আগে শেষ দুই ম্যাচে জয় নিশ্চিত থাকতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রোটিয়াদের বিপক্ষে একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে একাদশে নাসুম আহমেদ। ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে একাদশে শামিম হোসেন পাটোয়ারি।

বাংলাদেশ : নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শামিম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন