খুলনা, বাংলাদেশ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৭ মে, ২০২৪

Breaking News

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাত

গেজেট ডেস্ক

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের শহর গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের ছবি পোস্ট করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে পূর্বনির্ধারিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

গত রোববার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন।

গোটা বিশ্বের নজর এখন গ্লাসগোর স্কটিশ এক্সিবিশন সেন্টারে। ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনের শেষ দিন—১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

২০২০ সালে গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পেছানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!