নড়াইলের লোহাগড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রথমবারের মত এখানে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
২০০৩ সালে লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন ও নারী ভোটার ১২ হাজার ১৬০ জন। ৩য় শ্রেণীর এই পৌরসভায় ৪র্থ বারের মত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে সৈয়দ মশিয়ুর রহমান, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান মেয়র (জগ প্রতিক) আশরাফুল আলম ও ওয়াকার্স পার্টির (হাতুড়ি প্রতিক) মঈন হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত পদে ১২ জন অংশ নিয়েছেন।
নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাবের ৩টি টহল টিম, ২ প্লাটুন বিজিবি, ৩ শতাধিক পুলিশ ও প্রতিকেন্দ্রে ১১ জন আনসার সদস্যসহ মোট ১২১ জন আনসার দায়িত্ব পালন করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি, মানুষ উৎসবমুখর পরিবেশে ইভিএমএ ভোট প্রদান করছে।
খুলনা গেজেট/এনএম