বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

গেজেট ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে পাকিস্তান। বিশ্বকাপ শেষ করার পর দলটি বাংলাদেশ সফরে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

বিশ্বকাপ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। ১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ, টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। পাকিস্তান যেভাবে খেলছে, তাতে দলটির সেমিফাইনাল প্রায় নিশ্চিত। সেমিফাইনাল বা ফাইনাল খেলার পর বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের হাতে সময় থাকবে না বললেই চলে।

এশিয়ার পরাশক্তিরা তাই বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা করছে। এমন দাবি পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জি নিউজের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের মাঝখানে তেমন বিরতি নেই। দলের সদস্যদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে আসার সুযোগ নেই।’

বিশ্বকাপ ও বাংলাদেশ সফরের মাঝখানে বেশি সময় পাবে না পাকিস্তান। অবশ্য সেই সূত্র জানিয়েছে, ২০০৯ এর চ্যাম্পিয়নরা এবারও বিশ্বকাপ জিতলে বাবর আজমদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শিরোপা নিয়ে দেশে ফিরে দ্রুতই বাংলাদেশের বিমান ধরতে হবে তাদের।

একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি

টি-টোয়েন্টি সিরিজ

১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

টেস্ট সিরিজ

২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

 

খুলনাপ গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন