নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম।
পৌরসভার ভোটাররা মুখিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার। সাধারণ ভোটার পলাশ গুহ, বিষ্ণুসহ অনেকেই বলছেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে গত বারের মত এবারও মেয়র নির্বাচিত হবেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম।
গত নির্বাচনেও আশরাফুল আলম দলীয় মনোনয়ন না পেয়ে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয় এবং নৌকার প্রার্থী লিপি বেগমের চেয়ে প্রায় আড়াই হাজার ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন।
এবারই প্রথম এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। তবে জয়ের ব্যাপারে দু’জনেই আশাবাদী। ইতিমধ্যে দুই প্রার্থীই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২ হাজার ১৬০ জন। মোট কেন্দ্র ১১টি ও কক্ষ ৭১ টি।
খুলনা গেজেট/ এস আই