সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে সোহেল রানা নামের একজনকে আটক করেছে । ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৩০ অক্টোবর) রাতে রামপাল উপজেলার ফয়লা বাজার থেকে মোল্লা সোহেল রানাকে আটক করে র‌্যাব সদস্যরা।

আটক সোহেল রানা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং একই উপজেলার আলিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ বলেন, পরিবার পরিকল্পনা অদিদপ্তরে চাকুরীর সুবাদে এলাকার চাকুরী প্রত্যাশীদের বিভিন্ন দপ্তরের চাকুরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ ও সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী সে বাগেরহাট সদর হাসপাতলে মাস্টার রোলে চাকুরি দেওয়ার কথা বলে ৪ জন, ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের রিসিপশনিষ্ট, নার্স, ডাক্তারসহ বিভিন্ন পদেচাকুরির কথা বলে ২০ জন, পরিবার পরিকল্পনার চাকুরির কথা বলে ৮ জন, এনএসআই এ চাকুরির কথা বলে ১ জন, পুলিশ কল্যান ট্রাস্ট এর সিকিউরিটি গার্ড এর জন্য ৪ জনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। সোহেল তার সহযোগীদের সহায়তায় নিজেই ভুয়া প্রবেশপত্র তৈরী এবং পরীক্ষার পর্ষদ গঠন করে ভুয়া নিয়োগ পত্র প্রদান করতেন চাকুরী প্রত্যাশীদের। আমরা সোহেলের কাছ থেকে ৬০ জন ভুক্ত ভোগীর চাকুরির নথিপত্র উদ্ধার করেছি। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।আটক সোহেলের বিরুদ্ধে রামপাল থানায় প্রতারনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন