বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের লক্ষে জাতীয় সরকার দাবি জেএসডি’র

নিজস্ব প্রতিবেদক

৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খুলনার নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি করেছেন। নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন একাদশ সংসদ নির্বাচনের মত নৈশভোটের সুযোগ জাতি দেবে না। আর এ সরকারের অধিনে কোন নির্বাচনই নিরপেক্ষ হবে না। জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্যের প্রয়োজন।

রবিবার বেলা ১টায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর নেতৃবৃন্দ এ দাবি তোলেন। দলের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম।

আলোচনায় অংশ নেন নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। অতিথি বক্তা নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নাগরিক নেতা কবি এফ এম হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা আবু কাজী, জেলা জেএসডি’র সদস্য সচিব আইয়ুব আলী মাস্টার, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, নগর শ্রমিক জোটের আহবায়ক মনিরুল হক মনির, নগর জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। সে প্রত্যাশা পূরণ হয়নি। দলের এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সবচেয়ে বড় দাবি ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে একমাত্র পথ জাতীয় সরকার প্রতিষ্ঠা। নেতৃবৃন্দ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও খুলনা প্রদেশ গঠনের দাবিও তোলেন।

আলোচনার পূর্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী থেকে এক শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ আত্মপ্রকাশ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন