বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় অস্ত্র আইনে নিল রতন হালদারের ১৭ বছর কারাদ‌ন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অস্ত্র আইনে নিল রতন হালদার নামে এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

রবিবার (৩১ অক্টোবর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসাসি কচুয়া উপজেলার কৈলাসখালী গ্রামের সুকুমার হালদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৭ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর জিরো পয়েন্ট থেকে একটি ভ্যানে করে আসামি নিল রতন হালদার রূপসা ব্রীজের দিকে যাচ্ছিল। লবনচরা পুলিশ ক্যাম্পের সদস্য চেকপোস্ট বসিয়ে সকলকে তল্লাশি করতে থাকে। এ সময় নিল রতনের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তার কোমর থেকে একটি দেশী তৈরি ওয়ান শুটার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লবনচরা ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বাদী হয়ে ওই দিন খুলনা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর খুলনা থানার এসআই তাপস কুমার পাল নিল রতনকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। মামলায় ৭ জন স্বাক্ষ্য প্রদান করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন