দীর্ঘদিন যাবত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ হুট করেই বেড়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই অবস্থার মাঝেই বাংলাদেশে আসছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। টাইগারদের ক্যাম্প শুরু হওয়ার কথা আছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। ক্যাম্পে শুরু থেকে থাকতে হলে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ডোমিঙ্গোকে। সেই সময়টা হাতে নিয়ে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে এই কোচের।
সবকিছু ঠিক থাকলে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ডমিঙ্গো। তবে আসার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে তাকে। এজন্য শিগগিরই কোভিড-১৯ টেস্ট করাবেন টাইগারদের হেড কোচ। ঢাকায় নেমে ডমিঙ্গোকে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার জন্য এরই মধ্যে পাঁচ তারকা হোটেল ঠিক করেছে বিসিবি।
ঢাকায় ফেরার ব্যাপারে দেশের এক গণমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘সব ঠিক থাকলে ২ সেপ্টেম্বর ঢাকায় থাকবো। আশা করছি অন্যান্য সব প্রক্রিয়া ভালোমতো এগিয়ে যাবে।’
করোনার এই সময়ে বিদেশি অতিথিদের ঢাকা আগমনের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর মাঝে একটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নেয়া। বাংলাদেশের কোচরাও এসবের বাইরে নয়। জানা গেছে, এরই মধ্যে কোচদের আসার অনুমতির ব্যাপারে সকল কাগজ-কলমের কাজ শেষ করেছে বিসিবি। ফলে বিদেশি কোচদের ঢাকা আগমনে কোনো বাঁধা নেই।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় দলের সকল কোচরা ঢাকায় পৌঁছাবেন। ডমিঙ্গোর পরপরই ঢাকায় আসবেন দলের ফিল্ডিং কোচ রায়ান কুক ও বোলিং কোচ ওটিস গিবসন।
সেপ্টেম্বরের শেষে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ সেখানে যাবে টাইগাররা। এ লক্ষ্যে এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে টাইগাররা। কোচরা পৌঁছালে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি।
খুলনা গেজেট/এএমআর