বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সকা‌লে বাবা‌কে দাফ‌নের পর রা‌তে প্রেসক্লাব কেয়ারটেকার রুহুল আমিনের মাতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের কেয়ারটেকার মোঃ রুহুল আমিনের মাতা শুকুরুন্নেসা (৮০) বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই‌হি রাজিউন)। ওইদিন বৃহস্পতিবার সকালে মোঃ রুহুল আমিনের পিতা ও মরহুমার স্বামীর দফন সম্পন্ন হওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে মরহুমার নিজ গ্রাম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গোকুলনগরের স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মাত্র দু’দিনের ব্যবধানে পিতা-মাতা’কে হারায় পরিবারটি।

এদিকে খুলনা প্রেসক্লাবের দীর্ঘ দিনের কর্মচারী মোঃ রুহুল আমিনের ‌পিতা-মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন