বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রার ট্রিপল মার্ডারে থানায় মামলা, ক্লু পায়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রায় একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের হয়েছে।  নিহত হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তারা হলেন- জিয়া (২৭), সুলতানা (২৫), নাঈম (২২) ও কিবরাল (৩০)। প্রাথমিকভাবে দু’টি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিন শেষে পুলিশ ঘটনার কোন ক্লু উদ্ধার করতে পারিনি।

কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলা হয়েছে। ঘটনার ক্লু উদ্ধারের ও আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কয়রায় বাবা-মা-কন্যাকে কুপিয়ে হত্যা (ভিডিও)

উল্লেখ্য, কয়রায় বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুরে আজ মঙ্গলবার ( ২৬ অক্টোবর) সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১৩)। হাবিবুর পেশায় দিনমজুর, তার স্ত্রী গৃহিনী ও একমাত্র মেয়ে হাবিবা খাতুুন টুনি ৭ম শ্রেণির ছাত্রী।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন