শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে লালন হোসেন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চারাতলা-সোহাগপুর সড়কের চারাতলা নামক স্থানে সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক উপজেলার কাঁপাশহাটিয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি মাছের ঘের থেকে বাড়ি ফিরছিলেন লালন। পথেই সড়কে একটি বাঁক ঘুরতে গিয়ে তার আলমসাধুটি উল্টে যায়। সে সময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গাড়ির নিচে চাঁপা পড়েন। এতে তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই এলাকায় আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন