প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৭২ জন নবনির্বাচিত (গেজটে প্রকাশিত) সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যগণের শপথ অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম স্বাক্ষরিত স্বারক নং ৮৮৩ তাং ২৫/১০/২০২১ এক পত্রে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যগণকে শপথ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
খুলনা গেজেট/ টি আই