দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন প্রমুখ।
এ ছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীবৃন্দ।
খুলনা গেজেট/এএ