এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দুই দলের লড়াই নিঃসন্দেহে হতে যাচ্ছে উত্তেজনায় ঠাসা। তবে বিশ্বকাপে দুই দলের লড়াই মানেই যেন ভারতের জয়জয়কার।
বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের ১২ বারের দেখায় সবগুলো ম্যাচেই জিতেছে ভারত। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে ৫ বার, ৫ বারই জিতেছে ভারত। এবারের ম্যাচের আগেও বেশ ভালো ফর্মে আছে ভারত। এবারও তাই তাদের পাল্লাটাই বেশি ভারী।
কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদেরকে অতীত ভুলে সামনে তাকানোর জন্য উদ্বুদ্ধ করেছেন পাকিস্তানের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম, ‘সত্যি কথা বলতে, যা ঘটে গেছে তা এখন আমাদের আয়ত্বের বাইরে। ম্যাচের দিন আমরা আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই যেন আমরা একটা ভালো ফল পেতে পারি। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক অধিনায়ক ইমরান খানের সাথে হওয়া সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খান আমাদের সঙ্গে দেখা করেছিলেন এবং ১৯৯২ সালের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ভাগাভাগি করেছিলেন। ভারতের বিপক্ষে তিনি আমাদের আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলেছেন।’