খুলনার রায়েরমহলের জলিল সরণিতে অবস্থিত জামিআ’ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা (মাদরাসা) এ মাওলানা, মুফতি ও হাফেজে কুরআনকে সম্মানী পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল আগামী ৩০ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতীবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা এটিএম সাইফুদ্দিন শেরপুরী।
শায়খুল হাদীস ও উক্ত মাদরাসার মুহতামিম মুফতি জিহাদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেবেন। অনুষ্ঠানে মহিলাদের জন্য পর্দাসহকারে বসার সু-ব্যবস্থা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
খুলনা গেজেট/টি আই